google-site-verification=MxUrwKrjcLdPO1l6VaEWkjjCf959Ve6Tb0c-OfYMOYw Najmul Hoque: prokritir icche

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

prokritir icche





ইচ্ছে হয় সুদূর সমুদ্রে পাড়ি দিতে!

ইচ্ছে হয় গভীর অরণ্যে হারিয়ে যেতে !


কেন? আজ  নিরর্থক সব ইচ্ছে আকাঙ্খা 

 স্বপ্ন পূরণে কেন ? করতে হবে অপেক্ষা 


কেন প্রকৃতি দিচ্ছেনা আমার সঙ্গ ,

আমার সব স্বপ্ন হয়েযাবে কী ভঙ্গ।


হয়তো এইটুকু আমাদেরই চাওয়া বা পাওনা মাত্র,

এ আমাদের কর্ম ফল,আমরা এর যথাযগ্য পাত্র।


মানুষ্ আজ শৃনখল বদ্ধ তবুও হইনি তাঁরা ক্ষান্ত,

তাঁদের দেহে প্রাণ থাকতে হবেনা পৃথিবীটা শান্ত।


প্রকৃতির ওপর করছি আমরা কতই না অনাচার!

একবারও ভাবিনা আমরা  এযে চরম অবিচার!


তাই প্রকৃতি আজ নিচ্ছে ,বদলা নয় বদল।

ভেঙে ফেলছে আজ সব বাধা আর শৃনখল 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

c lunguage loop print prime numbers.

#include<stdio.h> int main() { int i,n,l,u,p,sum;     printf("enter lower & upper limit");     scanf("%d%d",...