দ্বীন শিক্ষা
Najmul Hoque
ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষার দিতে হবে গ্যান,
অধিকাংশ অভিভাবকের নেই এইদিকে ধ্যান।
ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ,ছেলে করবে ডক্টরেট এম .এ ,বি .এ
অযথা এসব স্বপ্ন ভেস্তে যাবে দ্বীন শিক্ষা দিতে গিয়ে।
যদি আজ আমার ছেলেটা না হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার,
তবে কিছু বলার থাকবেনা ,যেদিন করিম হয়ে আসবে বারিস্টার।
দ্বীন শিক্ষা গরিবের শিক্ষা ,যার পরোয়া করিনা আমি,
এর চাইতে আমার ছেলের ভবিষতটা অনেক খানি দামি।
তৈরি আছেন তো কাকু বৃদ্ধাশ্রম জাওয়ার জন্য,
ষাট পেরলে জুটবে না আপনার এক মুঠো অন্ন।
তাই বলছি ছেলে মেয়েদের কিছুটা দিন দ্বীনি শিক্ষা,
অযথা বৃদ্ধ অবস্তায় করতে হবে না পেটের জন্য ভিক্ষা
দ্বীন শিক্ষা থাকলে পেতে ,সে হয়ে উঠবে একজন আদর্শ মানব,
এই শিক্ষা না দিলে তাঁর আচরন হবে বন্য পশু কিংবা দানব।
দ্বীন শিক্ষা মানে পাঠাতে হবে মাদ্রাসায়,
এই মহান ধারণা টি লিখা আছে কথায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন