ইতালির এক resturent এ আমি আর আমার বন্ধু খাবার খাছছিলাম এমন সময় এক ভদ্রলক এসে অয়েটার কী সম্মধন করে বল্ল দুজনের খাবার ,বলে সে রিসেপ্সান গিয়ে কী কী খাবে বলে তাঁরসংগে বিল তাও মিটিয়ে দিয়ে এসে টেবিলে বসে ।তারপর অয়েটার তাঁকে এক জনের খাবার পরিবেশন করে ,এবং তা সম্পন্ন করে অয়েটার কি যেন সম্মধন করে বেরিয়ে গেল ।অয়েটার তাঁর বেরিয়ে যাবার পর রিসেপসান এর পাসে দেওয়ালে একটি কাগজে কী লিখে টাঙিয়ে দিল। আমরা যেন কিছু বুঝতে পারছিলাম না যে সেই বাক্তি দুই জনের খাবার oder করল কিন্তু তাঁর সঙ্গে কেউ খেলনা বা সে খাবার বাড়িও নিয়ে গেলনা ,আর অয়েটারকে কিবা সম্মধন করে গেল ।তারপর আমরা আমাদের বিল মিটিয়ে সেখান থেকে চলে আসি ।কিছু দিন যাওয়ার পর আমার বন্ধু আবার সেই রেস্টুরেন্টে যাবার জন্য অনুরোধ করল,এই দিন এসে আমরা যা দেখলাম ,এক ভিখারি রেস্টুরেন্টে ঢুকে অয়েটার কী জিজ্ঞেস করল দেওয়ালে কী কোনও খাবার আছে ?অয়েটার বলল আছে ,দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে নিজের পসন্দ মতো খাবার oder দিয়ে আসন গ্রহণ করে সেই ভিক্ষুক।অয়েটার তাঁকে তার খাবার পরিবেশন করে ,সে খাবার শেস করে কোনও রকম অর্থ পরিসধ না করে চলে যায় কিন্তু তাঁকে কেউ কিছছু বলল না।তত্তক্ষনে আমরা সেদিনের ঘটনা টি বুঝতে পেরেগেছি,যে কেন্ দুজনের খাবারের দাম দেওয়া সত্ত্বেও একজনের খাবার পরিবেশন করা হয় সেই ব্যক্তিকে ,কেন দেওয়ালে কাগজ আটকানো হয়েছিল ।ইতিমধ্যে আমার বন্ধু তিন জনের খাবারের oder দিয়ে ফেলেছে ,অয়েটারকে বলে তিনজনের খাবারের মধ্য থেকে একজনের খাব্র দেওয়ালে আটকানো হল।যদি এই পৃথিবীর প্রতিটা সক্ষম মানুষ সংকল্প করে তাহলে ,বিশ্বের কোনও প্রান্তে কোনও মানুষ অভুক্ত থাকবেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন